parbattanews

নৌকা প্রতীকে জয় সুনিশ্চিত করতে রোয়াংছড়িতে নির্বাচনী প্রচারণাসভা

রোয়াংছড়ি প্রতিনিধি:

“মুক্তিযুদ্ধের চেতনায় আজ ও আগামীর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে রোয়াংছড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও প্রচারণায় বিশাল জনসভা করেছে আ’লীগ।

বান্দরবান ৩০০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন,  মুক্তিযুদ্ধে আমরা এ দেশ পেয়েছি। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ২লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজকে আপনারা যে রকম আনন্দের সাথে এই জনসভা অনুষ্ঠানে যোগ দিয়েছেন আগামী ৩০ তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনন্দের সাথে নৌকা প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে জয়ী করবেন।

রোয়াংছড়ি উপজেলার পৃথক পৃথক ভাবে পথসভা ও কচ্ছপতলি বাজার ও রোয়াংছড়ি উপজেলার সদরের বাজার প্রঙ্গনে নির্বাচনী প্রচারণা আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ ডিসেম্বর) সারা দিনব্যাপী অনুষ্ঠিত প্রচারণা আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোয়াংছড়ি উপজেলা পরিচালনা কমিটির আহ্বায়ক একেএম জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মংওয়েচিং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়াইহ্রী মারমা, বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের মহিলা সদস্য তিংতিংম্যা মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, সহ সভাপতি শিশির তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি চনুমং মারমা, সহ সভাপতি চহাইমং মারমা, জাতীয় পার্টি বান্দরবান জেলা সভাপতি ক্যশৈঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যানের বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, রামসিয়াম বম, সাংগঠনিক সম্পাদক জনমজয় তঞ্চঙ্গ্যা, মংখিং মারমা প্রমুখ।

Exit mobile version