নৌবাহিনীকে যুদ্ধজাহাজ উপহার দিল যুক্তরাষ্ট্র
ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কাছ থেকে একটি যুদ্ধজাহাজ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মার্কিন কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার আলামেইদা উপকূলে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ‘কাটার জারভিস’ নামের ওই জাহাজটি হস্তান্তর করা হয়, যার নতুন নাম রাখা হয়েছে ‘বিএনএস সমুদ্র জয়’। ২৯ নটিক্যাল মাইল গতি এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৩৭৮ ফুট দীর্ঘ এ জাহাজটিই এখন বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ। দুটি ডিজেল ইঞ্জিন ও দুটি গ্যাস টারবাইন সম্পন্ন বিএনএস সমুদ্র জয় এই বছরের শেষ দিকে বাংলাদেশের পথে রওনা দেবে।
জাহাজ হস্তান্তরের প্রস্তুতি নেয়ার জন্য কমান্ডিং অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল করিম কিসলুর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল গত মার্চেই যুক্তরাষ্ট্র যায়। মে মাসে যায় নৌবাহিনীর আরো ৭০ জন সদস্য।
অনুষ্ঠানে নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব এবং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিনায়ক ভাইস এডমিরাল পল এল জুকুনফট হস্তান্তর প্রক্রিয়ার নথিপত্রে সই করেন। এর পর সমুদ্র জয়ে বাংলাদেশের পতাকা ওড়ান নৌবাহিনীর সদস্যরা। বিএনএস সমুদ্র জয়ের বর্তমান বাংলাদেশী ক্রু ও সাবেক মার্কিন ক্রুরা মার্চপাস্টও করেন।
এ বছরের শেষের দিকে ক্যালিফোর্নিয়া থেকে বাংলাদেশের পথে রওনা হওয়ার আগ পর্যন্ত জাহাজটির ২৬ জন প্রাক্তন নাবিক পরামর্শক হিসেবে কাজ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৭২ সালে কমিশন লাভের পর থেকে জারভিস প্রশান্ত মহাসাগরে কাজ করছিল। গত বছরের অক্টোবরে জাহাজটিকে নৌবহর থেকে বাদ দেয়া হয়।
সূত্র: বোস্টন বাংলা নিউজ