নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার
সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) ভোরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নৌবাহিনী একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comment