parbattanews

নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার প্রতি উপজেলায় বিক্ষোভ

Khagrachari Pic 01(1)
খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ৩ জুন শনিবার খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল ও ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ।

শুক্রবার সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল উত্তর মানববন্ধনে বাঙালি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এ কর্মসূচী ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল মজিদ ও খাগড়াছড়ি জেলা শাখার একাংশের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ আসাদ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, ১ জুন বৃস্পতিবার দুপুরে  খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল যৌথ খামার এলাকা থেকে মোটরসাইকেল চালক  নুরুল ইসলাম নয়নের লাশ উদ্বার হয়। তার বাড়ী রাঙামাটির লংগদু উপজেলায়।

নিহত নয়নের ছোট ভাই দীন ইসলাম লিটন জানান, নয়ন তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বৃহস্পতিবার  ভোর ৫টার দিকে নয়ন যাত্রী নিয়ে খাগড়াছড়ি আসবেন বলে বাসা থেকে বের  হন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান জানান, নিহত নয়নের ছোট ভাই দীন ইসলাম লিটন বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version