parbattanews

নয়ন হত্যার বিচার ও লংগদুতে গণগ্রেফতার বন্ধের দাবিতে লক্ষ্মীছড়িতে মানববন্ধন

Khagrachari Pic 04 (1) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার ও নিরহ বাঙালীদের নামে মিথ্যা মামলা দায়ের, গণগ্রেফতার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে মানববন্ধন করেছে সর্বস্তরের বাঙালিরা।

সকাল পৌনে ১১টার দিকে লক্ষীছড়ি থানার মোড় থেকে লক্ষীছড়ি বাজার পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশার লোকজনও একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। মানববন্ধন থেকে নয়নের খুনিকে খুঁজে বের করে উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে লংগদুতে সাধারণ মানুষকে সাজানো মামলায় গণগ্রেফতার বন্ধ ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. হেলাল, মহিউদ্দিন, মাইনুল, মনির, কোরবান, কলিম, ও রমজান।

মানববন্ধন থেকে পাহাড়ে চাঁদাবাজি বন্ধ, অস্ত্রের ঝনঝনানি বন্ধ ও সন্ত্রাসীদের হাতে  নিরীহ পাহাড়ি-বাঙালি জনগণের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

Exit mobile version