parbattanews

নয় দিনে স্বাভাবিক বান্দরবানের যান চলাচল

টানা আটদিন পর নবম দিনে এসে বান্দরবানে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে

টানা আটদিন পর নবম দিনে এসে বান্দরবানে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বান্দরবান-কেরানীহাট সড়কের বড়দুয়ারা সড়ক থেকে পানি নেমে যাওয়ায় বুধবার সকাল থেকে বান্দরবানে সবধরনের যানবাহন আসা যাওয়া করছে। এদিকে পাহাড় ধসের কারণে রুমা উপজেলার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।

জেলা শহরের সাথে যানচলাচল স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার’সহ দূর পাল্লার যাত্রীবাহি পরিবহনগুলো ছেড়ে গেছে বান্দরবান থেকে।

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান- যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যবসায়ীদের মজুদ সংকটে পড়েছিল। তবে গত আটদিন জেলা শহরে বড়ধরনের কোন সংকট ছিলনা। তবে যানচলাচল স্বাভাবিক হওয়ায় তারা আবারো মালামাল মজুদ করতে পারছেন।

পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ দাস ঝুন্টু বলেন, সারাদেশের সঙ্গে বান্দরবানের ৮দিন সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সড়কের পানি নেমে যাওয়ায় ৯দিনের মাথায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল সব ধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে।

Exit mobile version