parbattanews

সেনাবাহিনীর সার্বিক তত্তাবধানে সিন্দুকছডি জোনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল আজহা ও মহামারী করোনা সংকটে কর্মহীন, হতদরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্তাবধানে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছডি জোনের পক্ষ থেকে ত্রান ও খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে ।

বুধবার(২৯ জুলাই) সকালে সিন্দুকছডি উচ্চ বিদ্যালয় মাঠে ও মানিকছডিতে মোট ৮০ টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে সিন্দুকছডি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান পিএসসি, জি এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এছাডাও মেজর রাহাত, ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন, র‌্যাপ্টেনান্ট রাইহান বিন মাকসুদ, সিন্দুকছডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেচাউল করিম‘সহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জোন কমান্ডার কাজী মো. কাওসার জাহান বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে খাদ্য সহায়তা দিয়ে সাধারন মানুষের পাশে আছে।

সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিঁনি বলেন, দেশ-মাতৃকার সেবায় সেনাবাহিনী বদ্ধপরিকর। অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ‘সহ এধরনের সেবামূলক কার্যক্রম সিন্দুকছডি জোনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

ত্রাণ ও খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তৈল, লবণ, চিনি, সাবান, সুজি, সেমাই, নুডুলস ও দুধ‘সহ শিশু খাবার রয়েছে।

Exit mobile version