বাঘাইছড়িতে পণ্যব্যবসার ওপর ইউপিডিএফের নিষেধাজ্ঞা


চাঁদাবাজির প্রতিবাদে বাঘাইহাট বাজারে পণ্য ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউপিডিএফ (প্রসীত)।
রবিবার (৮ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে ইউপিডিএফ (প্রসীত) সংগঠন বাঘাইহাট সাপ্তাহিক হাট (রবিবার) বয়কটের ঘোষণা দিয়েছে। সংগঠনটির সাজেক ও বঙ্গলতলী এরিয়া কমান্ডার গঙ্গা বাবু ওরফে অক্ষয় চাকমার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি ইউপিডিএফ (প্রসীত) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন হয়রানির প্রতিবাদে বাঘাইহাট জীপ/পিকআপ মালিক সমিতি সড়ক অবরোধ ও পণ্যবাহী যান চলাচলে বাধা দেয়।
এর জের ধরে ইউপিডিএফ (প্রসীত) গত তিন সপ্তাহ ধরে এই বয়কটের ঘোষণা দেয় এবং একই সঙ্গে সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বাঘাইহাট বাজারে কাঠ, বাঁশ ও উলু ফুল ব্যবসার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এই সিদ্ধান্তে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই জানিয়েছেন, এসব পণ্য তাদের জীবিকার মূল উৎস হলেও এখন কার্যত সব বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের মতে, এ ধরনের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, পাহাড়ে সামাজিক অস্থিরতারও কারণ হতে পারে। বাজার বয়কট ও পণ্য নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষজন, যারা বিকল্প আয়ের সুযোগ থেকে বঞ্চিত।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকেই মনে করছেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।