পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনও পেশা হতে পারে না : সারজিস আলম

fec-image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নারীদের অধিকার রক্ষায় যেকোনও যৌক্তিক দাবিতে সর্বাত্মক সমর্থন থাকবে। তবে কিছু শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

রবিবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

নারীদের যৌক্তিক দাবিতে সমর্থন জানিয়ে পোস্টে সারজিস আলম লেখেন, কিন্তু সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ’র মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলোকে প্রমোট করা হয়, তবে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।

তিনি বলেন, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংস করার এই মরণব্যাধিগুলো যেসব মানসিক বিকারগ্রস্তরা লালন ও প্রমোট করার চেষ্টা করছে, তাদের মানসিক চিকিৎসা করানো হোক। কিন্তু তাদের প্রশ্রয়ের প্রশ্নই আসে না। এটা সেই ক্যানসার যা ধীরে ধীরে আপনার ঘর থেকে শুরু করে জাতি পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই সুযোগ আমরা করে দিতে পারি না।

তিনি আরও বলেন, পাশাপাশি পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনও পেশা হতে পারে না। বরং যারা বাধ্য হয়ে কিংবা ফাঁদে পড়ে এই পেশার সঙ্গে ইতোমধ্যে সম্পৃক্ত হয়েছে তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পুনর্বাসন করা হোক।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সারজিস আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন