পদত্যাগ করলেন মেসিদের কোচ
লিওনেল মেসি আর পুরো দল তখন কেবল পেরু ম্যাচের জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেসে এলো অন্য খবর। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে অবশ্য বলা হয়েছে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন এই কোচ।
আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার (২২ নভেম্বর) জেরার্ডো মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন বলে জানা গেছে।
২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেয়ার পর নতুন গড়ে তোলা দলের সঙ্গে সময় ভালোই কাটিয়েছিলেন মার্টিনো। লিওনেল মেসি, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের পেয়েছেন। একটা সময় তাদেরকে পেয়েছিলেন বার্সেলোনায়। পুরাতন শিষ্যদের নিয়ে মার্কিন লিগে রীতিমত আধিপত্য দেখিয়েছিলেন।
যদিও শেষটা ভাল হয়নি তার। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।
আর্জেন্টাইন এই কোচের অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল। এছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরেই নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন এই কোচ।
মার্টিনো অবশ্য আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে মেসির গুরু ছিলেন তিনি। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইন্টার মায়ামির আগে আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।