পদোন্নতি পরীক্ষায় সারাদেশে প্রথম রাঙামাটির এটিএসআই রাহাত

fec-image

রাঙামাটি থেকে এটিএসআই হতে টিএসআই (ট্রাফিক পুলিশ) পদোন্নতি পদে পরীক্ষা দিয়ে সারাদেশ থেকে প্রথম স্থান অধিকার করেছন এটিএসআই রাহাত হোসেন।

সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাঙামাটি জেলা হতে এটিএসআই হতে টিএসআই পদ্দোন্নতি পরীক্ষায় রাহাত হোসেন এই পদে ৪৬৬ জনের মধ্যে সারা দেশে সাফল্যের সহিত প্রথম স্থান অধিকার লাভ করে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ রাহাতের হাতে এসে ফলাফল পৌছে। এতে রাহাত হোসেন আনন্দে প্রাণ ভরে যায়।

রাহাত হোসেন বিপি- ৮৬০৬১০৯২৫৬ বলেন, দিনরাত লেখা পড়া করার যে বেদনা ও কষ্ট তা আমার আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আমার এই অর্জন রাঙামাটি জেলা পুলিশের অহংকার বলে আমি মনে করি। এজন্য আমি প্রথমে পুলিশ সুপার মহোদয়কে অভিনন্দন জানাই।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার বলেন, রাহাতে এ অর্জন ও মেধা বিকাশ গোটা পুলিশ বাহিনীর অহংকার। বাংলাদেশ পুলিশ বাহিনীতে মেধাবীদের চরমভাবে মূল্যায়ন করা হয়।

রাঙামাটি জেলা থেকে এটিএসআই হতে টিএসআই পদ্দোন্নতি পরীক্ষায় সারা দেশে ৪৬৬ জনের মধ্যে ৯৯ জন পাশ করেছে তার মধ্যে রাহাত হোসেন প্রথম স্থান অধিকার লাভ করে। তার ভবিষ্যৎ চাকরি জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন