পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, রাঙামাটি বিটিভি উপ-কেন্দ্রের উপ-পরিচালক শরিফুল ইসলাম, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তাসহ রাঙামাটি জেলা শহরের সকল মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।
শুরুতে রাঙামাটিস্থ কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম নবীজির জীবনী নিয়ে আলোচনা এবং পরে দোয়া ও মোনাজাত করেন।