পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুছ
খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র্যালি হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আয়োজনে খাগড়াছড়ি কেন্দ্রীয় ইদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে জশনে জুলুছের র্যালি শুরু হয়।
র্যালিতে জনপ্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে কেন্দ্রীয় ঈদগাহে এসে শেষ হয়।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো খাগড়াছড়ি শহর।
Facebook Comment