parbattanews

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব’

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

রোববার (০৫ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের সমাজ ব্যবস্থায় সচেতনতা বাড়াতে হবে। এসময় তিনি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভূমিকা রাখার অনুরোধ জানান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রক্ষিণ করে জেলা প্রশাসনের মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হন।

আলোচনা সভার পর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন আগত অতিথিরা।

Exit mobile version