parbattanews

পরিবেশ সু-রক্ষা ও দূর্যোগ মোকাবেলায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম

উখিয়া প্রতিনিধি:

৪ দিনব্যাপী উখিয়ায় ফলদ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি বিভাগ আয়োজিত ফলদবৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.ক.ম শাহরিয়ার বলেন পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ মোকাবেলা গাছপালার ভূমিকা অপরিসীম। তাই নিজেকে বাঁচাতে ও পুষ্টির চাহিদা মেটাতে সবাইকে বৃক্ষরোপনে আরও সচেতন হতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক মুফিদুল আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম শাহ জাহানের পরিচালনায় অনুষ্টিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া ফার্টিলাইজার এসোসিয়শনের সাধারণ সম্পাদক আহমদ কবির সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে বিরেশ্বর রদ্র, বদিউল আলম, নাসির উদ্দিন, মোস্তাক আহমদ প্রমুখ।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থী ও স্টল মালিকদেরকে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version