পরেশকে বোকা বলায় সাংবাদিককে এক হাত নিলেন অক্ষয়

fec-image

‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জনৈক সাংবাদিক পরেশ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে তাকে ‘বোকা’ বলে সম্বোধন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ওই সাংবাদিককে এক হাত নেন অক্ষয়।

তিনি বলেন, ‘আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা তো দুর, সহ্যও করব না।’
বলিউড খিলাড়ি আরো বলেন, “আমি ওর সঙ্গে বিগত ৩২ বছর ধরে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। আর পরেশ ভীষণই দক্ষ অভিনেতা। আমি সত্যি ওর কাজের ভক্ত।

আমার মনে হয় না এই মঞ্চে ‘হেরা ফেরি ৩’ বিতর্ক নিয়ে আলোচনা করাটা ঠিক হবে। কারণ যা ঘটেছে, সেটা ভীষণই গুরুগম্ভীর সমস্যা। বিষয়টা আদালত দেখছে। আমি এই বিষয়ে কোনও কথা এখানে বলতে চাই না।”

সম্প্রতি পরেশ রাওয়াল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়ে চমকে দিয়েছেন সবাইকে। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘ জটিলতা কাটিয়ে মুক্তির মুখ দেখছিল, এমন সময় পরেশের এই সময় পরেশ সরে যায় সিনেমা থেকে। তিনি জানিয়েছেন, মতবিরোধ নয় বরং ব্যক্তিগত কারণেই তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করে। ইতিমধ্যেই আইনি নোটিস গিয়েছে প্রবীণ অভিনেতার কাছে। পরেশও তার আইনজীবীর মাধ্যমে বিষয়টি মোকাবেলা করছেন।

এদিকে পরেশ রাওয়ালের এমন সিদ্ধান্তের পর ‘হেরা ফেরি ৩’ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে। বাবুবারও চরিত্রটি ছাড়া হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি সামনে আগানো উচিত না বলেই মনে করছেন অধিকাংশ অনুরাগী ও দর্শক। সুনীল শেঠিও বলেছেন, বাবুরাও ছাড়া এ সিনেমা হবে না। তাহলে কি অনিশ্চিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত? যদিও প্রিয়দর্শন বা অক্ষয় কুমার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন