পাকিস্তানে নির্বাচন বর্জনের ঘোষণা দিল মুশাররফের দল
ইন্টারন্যাশনাল ডেস্ক
পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফের রাজনৈতিক দল অল পার্টি মুসলিম লিগ । দলের মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দলের মুখপাত্র আসিয়া ইসহাক জানান, ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তাদের দল অল পার্টি মুসলিম লিগ। তিনি বলেন, “গত মঙ্গলবার দেশের একটি আদালত মুশাররফকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ করেছেন। এর পরই দলটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।”
চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে মার্চের শেষের দিকে দেশে ফেরেন মুশাররফ। জঙ্গিবাদ ও অর্থনৈতিক বিপর্যয় থেকে পাকিস্তানকে উদ্ধারের অঙ্গীকার করেন তিনি। নির্বাচনে অংশ নিতে চারটি আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক এই সেনাশাসক। তবে ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত তার শাসনামলে বিভিন্ন ঘটনায় করা মামলার কারণে সব কয়টি মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাসহ কয়েকটি মামলায় মোশাররফকে গৃহবন্দি রাখা হয়েছে।
অল পার্টি মুসলিম লিগের মুখপাত্র আসিয়া ইসহাক বলেন, “আমরা আদালতের কাছ থেকে ন্যায়বিচার চেয়েছিলাম, কিন্তু আদালত পারভেজ মুশাররফকে সারা জীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেছেন। আমরা মনে করি, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আমরা এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
আসিয়া ইসহাক জানান, দলের ১৭০ জন প্রার্থীকে ইতিমধ্যে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।