parbattanews

পাথর উত্তোলনের দায়ে ৩ জনপ্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের থানচিতে শনিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাহাড়ের বিভিন্ন ঝিরি ও ছড়া খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৭জন শ্রমিককে আটক ও এ কাজে জড়িত থাকার অভিযোগে ৩জন জনপ্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অভিযুক্ত জনপ্রতিনিধিরা হলেন, থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান চষাথোয়াই মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা। পরে মুচলেখা দিয়ে ৭ শ্রমিককে মুক্তি দেয় ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান পাথর আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের পাইক্ষ্যং এবং থানচি মৌজায় ঝিরি ও ছড়া খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন খবর পেয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় দুটি মৌজায় পাথর উত্তোলনের দায়ে ৭জন শ্রমিককে আটক করে। শ্রমিকদের তথ্য অনুযায়ী তিনজন জনপ্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মুচলেখা দিয়ে শ্রমিকদের মুক্তি দেয়া হয়।

Exit mobile version