পানছড়িতে ঈদ উপহার বিতরণ করেছে জেলা পুলিশ
পানছড়ি উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে পানছড়ি থানা কনফারেন্স রুমে বিতরণ করা হয় উপহার সামগ্রী।
এই উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারগুলোর জন্য উপহার সামগ্রী নিয়ে খাগড়াছড়ি থেকে পানছড়িতে ছুটে আসেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। তিনি থেকে উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারগুলোর সাথে মত বিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতেই খাগড়াছড়ি জেলা পুলিশের এই আয়োজন। ভবিষ্যতে আবারও যেন এভাবে আপনাদের মাঝে সেবা দিতে পারি সকলের নিকট দোয়া কামনা করি। সবাইকে অগ্রিম ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) আবু জাফর মো. ছালেহ, উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ, পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মোমিন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমুখ।