পানছড়িতে ওএমএস এর চাল বিক্রি শুরু

পানছড়ি উপজেলায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিক্রয় কেন্দ্র (ওএমএস দোকানে) চাল বিক্রি শুরু হয়েছে। এর বাস্তবায়ন করেছে খাদ্য মন্ত্রণালয়। কেন্দ্রগুলোতে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। জন প্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পানছড়ি বাজার কেন্দ্রে চাল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদাম কর্মকর্তা মনি শংকর চাকমা, পরিদর্শক ভুপতি বিকাশ চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জয়নাথ দেব ও উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন ।
জানা যায়, প্রতি শুক্র ও শনিবার কেন্দ্রগুলোতে চাল বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে।