পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষ্যে বিজিবি লোগাং জোনের অনুদান প্রদান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পানছড়ি উপজেলার ১০টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে (৩ বিজিবি) লোগাং জোন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে আর্থিক অনুদান তুলে দেন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম। এ সময় আগত বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সাথে তিনি মত বিনিময় করে খোঁজ -খবর নেন।
এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোনের পক্ষ থেকে জনকল্যাণমূলক এই কর্মসূচির উদ্যোগ নেয় লোগাং জোন। উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক।
উপস্থিত মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, লোগাং জোনের পক্ষ থেকে আমরা সবসময় সার্বিক সহযোগিতা পেয়ে থাকি।
ঘটনাপ্রবাহ: অনুদান, দুর্গাপূজা, পানছড়ি
Facebook Comment