পানছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের খেলা দুটি অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন-রানার্সআপ ট্রফি ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুস্মিতা ত্রিপুরা। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলায় বালকদের ফাইনালে মোকাবেলা করে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কারিগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে বাজার মডেল ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকাদের ফাইনালে খর্গপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে নালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উন্নতর প্রশিক্ষণ পেলে বড় ফুটবলার হবার স্বপ্ন দেখছে ফাইনালে দৃষ্টিনন্দন দু’গোল করা পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলার সাকিব।
ফাইনাল খেলা দুটি পরিচলনা করেন রাশেদুল ইসলাম রাশেদ। সহকারী হিসেবে ছিলেন নয়ন ও কাউছার ।