পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জিয়া স্কয়ারে। উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।
এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ, শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিসহ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি জানান।