পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে দিনের শুরুতেই উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পানছড়ি থানা পুলিশ, পানছড়ি প্রেস ক্লাব, বিডি ক্লিন টিম পানছড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে।
বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহনে বিজয় দিবসের এক বিশাল র্যালীর মাধ্যমে শো-ডাউন করেছে পানছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলীর নেতৃত্বে শো-ডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শো-ডাউন পরবর্তী শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মহান বিজয় দিবসে র্যালী, সকল বীর শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখা।