পানছড়িতে লোগাং জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডেকোরেশন সামগ্রী প্রদান


এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোন (৩-বিজিবি) হাতে নিয়েছে নানান জনকল্যাণমূলক কর্মসূচি।
এ কর্মসূচির আওতায় রবিবার (৩০ জুন) বিকাল ৩টা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। একইসাথে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন লোগাং জোনের (৩-বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাইম।
বয়োবৃদ্ধ নাগরী চাকমা, কাঞ্চন মালা চাকমাসহ অনেকেই চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি হয়েছেন বলে জানান।
এদিকে সনখোলা পাড়াবাসীর চাহিদার প্রেক্ষিতে বিবাহ ও নানান অনুষ্ঠানে ব্যবহারের জন্য ১০০চেয়ার, ৯৩ প্লেট, ১০০ গ্লাস ও ১০টি টেবিলসহ ডেকোরেশন সামগ্রী প্রদান করা হয়।
লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম উপস্থিত থেকে এসব ডেকোরেশন সামগ্রী তুলে দেন। স্থানীয় ইউপি সদস্য সতীশ চাকমা ও কার্বারী খুকুমনি চাকমা এসব সামগ্রী গ্রহণ করেন।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, সীমান্তে বিজিবির নিরাপত্তার পাশাপাশি এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।