পানছড়িতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ। গ্রেফতার মো. মহিউদ্দিন (প্রকাশ মহিন-মুন্না) উপজেলার ছনটিলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পানছড়ি থানার ওসি মো: আনচারুল করিমের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের চৌধুরী বোডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মহিউদ্দিন খাগড়াছড়ি সদর থানায় মামলা রয়েছে। মামলা নং-৪ ধারা ৩৯৪ দ: বিধির দশ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও পানছড়ি থানায় ৫টি মামলাসহ চট্টগ্রাম চকবাজার ও বায়েজীদ থানায় একাধিক মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা যায়।
পানছড়ি থানার ওসি জানায়, গোপন সংবাদের সূত্র ধরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন এসআই অনিক, এসআই নাজমুল, এএসআই কামরুল, এএসআই ফারুক ও এএসআই মঞ্জুর।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ফেনী ছাগল নাইয়া এলাকা থেকে বেলায়েত নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।