পানছড়ির উল্টাছড়িতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
“উল্টাছড়ির মাটি, বিএনপির ঘাঁটি” “ওয়াদুদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল উল্টাছড়ি ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভাস্থল।
শনিবার (১৬ নভেম্বর) রাতে ইউপির ছোট পানছড়ি সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা। এর আয়োজক ছিল ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: আল-আমিনের সঞ্চালিত সভায় এতে সভাপতিত্বে করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জালাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, যুবদলের আহবায়ক মো: আবছার, সদস্য সচিব মো: সেলিম প্রমুখ। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৬টি বছর বিএনপি পরিবারদের সুবিধা বঞ্চিত করে রেখেছিল আওয়ামী সন্ত্রাসীরা। এলাকা ও রাস্তা-ঘাটে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে এখন থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।