পানছড়ির চেংগীতে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২ নম্বর চেংগী ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতির বন্ধন ধরে রাখার লক্ষে এই মহতী উদ্যেগে গ্রহণ করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আয়োজিত সমবেশে সভাপতিত্ব করেন ২ নম্বর চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

এতে সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ৩ নম্বর পানছড়ি ইউপি চেয়ারমান উচিত মনি চাকমা, ১ নম্বর লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা।

সভায় বক্তারা বলেন, আমরা যুগ যুগ ধরে একে অপরের পরিপূরক হয়ে এখানে বসবাস করে আসতেছি। ভবিষ্যতেও পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবন্ধ হয়ে সকলে মিলে-মিশে সুন্দর একটি পানছড়ি গড়তে সকলে এক হয়ে কাজ করবো।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারি জনপ্রতিনিধি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে পানছড়ি থানার আয়োজনে ১ নম্বর লোগাং ইউপির ফাতেমানগর এলাকাতেও একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন