পানছড়ির বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগী বিতরণ করেছে ৩ বিজিবি

fec-image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বন্যা কবলিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি)।

পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত, অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় পানছড়ির চেংগী ব্রীজ এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে বলেও সকলকে আশ্বস্ত করেন। খাদ্য সামগ্রী নিতে আসা পদ্মা দেবী ত্রিপুরা, ঝিনু দে, অনিতা ত্রিপুরাসহ আরো অনেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ, পানছড়ি, বন্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন