পানছড়ি লোগাং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করেছিল লোগাং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (২ নভেম্বর) লোগাং বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল জলিল এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ওয়াজিবুল্লা, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও মো. ইসমাইল, যুবদলের আহ্বায়ক মো. আবছার, সদস্য সচিব মো. সেলিম, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার মুখোমুখি হয়েছেন এবং বছরের পর বছর জুলুম সহ্য করেছেন। এলাকায় উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি।

বক্তারা সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন