পানছড়িতে অপহরণের ১৫ দিনের মাথায় সুদ্রিটিকা চাকমা উদ্ধার
অপহরণের ১৫ দিনের মাথায় পানছড়ি কৃপাচরণ পাড়াস্থ নানার বাড়ি থেকে অপহৃত বোধিসাকে (১৩) উদ্ধার করেছে পানছড়ি থানা পুলিশ। উদ্ধারকৃত সুদ্রিটিকা চাকমা (বোধিসা) ১৩ খাগড়াছড়ি সদর উপজেলার খবংপড়িয়া এলাকার বাবুল চাকমার মেয়ে।
জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলার খবংপড়িয়া এলাকার মৃত সমীর কান্তি চাকমার ছেলে বাবুল চাকমা গত ২৬ নভেম্বর পানছড়ি থানায় হাজির হয়ে তার মেয়ে অপহরণ হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৫। এতে মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউপির শুভ রঞ্জন হেডম্যানপাড়ার রবি রঞ্জন ত্রিপুরার ছেলে মতিলাল ত্রিপুরাকে (২০) আসামি করা হয়।
মামলাটির তদন্তভার দেয়া হয় পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো: ইসমাইল হোসেনের হাতে। তদন্তকারী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর বেলা ১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি-বেলছড়ি সড়কের চন্দ্রহার কার্বারী পাড়া মোড় থেকে তাকে উদ্ধার করলেও মতিলাল ত্রিপুরাকে আটক করা সম্ভব হয়নি।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে বলে তিনি জানান। পানছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।