পানছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল


খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামাত জোট কর্তৃক পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর ও বাসে অগ্নিসংযোগসহ গনবিরোধী বিভিন্ন কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০’জুলাই) বিকাল ৪’টা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পানছড়ির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপি-জামাত জোটকে কড়া হুশিয়ারী প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরীর সঞ্চালিত প্রতিবাদ সভা থেকে দলের সকল নেতা-কর্মীদের মাঠে থেকে বিএনপি-জামাত জোটের সকল ধরণের অপতৎপরতা রুখে দেয়ার আহবান জানানো হয়।