parbattanews

পানছড়িতে ইউপিডিএফের চিফ কালেক্টর মাহেন ত্রিপুরা নিহত

খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের চিফ কালেক্টর নিহত হয়েছে। নিহত চিফ কালেক্টরের নাম মাহেন ত্রিপুরা(৩০)। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টায় পানছড়ির মরাটিলাতে ইউপিডিএফ(প্রসীত) দুজন সশস্ত্র চাঁদাবাজ নিরীহ মানুষের নিকট থেকে অবৈধ চাঁদা তুলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর টহল ঘটনাস্থলে পৌঁছালে দুজন সশস্ত্র চাঁদাবাজ মটর সাইকেল নিয়ে পালাবার চেষ্টা করে।

এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের চেজ করলে একজন সশস্ত্র চাঁদাবাজ নিরাপত্তা বাহিনীর উপর লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে এতে একজন চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আহত সশস্ত্র চাঁদাবাজের পরিচয় মাহেন ত্রিপুরা এবং সে ইউপিডিএফ (মূল) এর চিফ কালেক্টর হিসেবে জানা যায়। সে ওই এলাকার মিলন ভূষণ ত্রিপুরার ছেলে।ঘটনাস্থলে একটি ইটালিয়ান পিস্তল এবং চাঁদাবাজির নগদ ৪৩,০০০ হাজার টাকা পাওয়া যায়।

এ ব্যাপারে ইউপিডিএফ প্রসীত গ্রুপের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে গেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version