পানছড়িতে ইউপিডিএফ-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

fec-image

পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় ইউপিডিএফ-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে অনুষ্ঠিতব্য আলোচনায় সভাপতিত্ব করেন মিল্টন চাকমা। ইউপিডিএফ’র পতাকাতলে সমবেত হোন, লড়াই এগিয়ে নেন” এ শ্লোগান সামনে রেখে দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রামে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইউপিডিএফ সংগঠক মিল্টন চাকমা, প্রদীপ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কৃপায়ন চাকমা, পিংকু চাকমা, সুর মঙ্গল চাকমা, রিপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সুনিলময় চাকমা, দশরথ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের মিতালি চাকমা, ইতালি চাকমা ও ভিলেজ পার্টির পক্ষ থেকে নিহতদের স্মরণে পূষ্পমাল্য অর্পন করা হয়।

বিক্রম চাকমার উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি কৃপায়ন চাকমা, ডিওয়াইএফ’র সাধারণ সম্পাদক এস মঙ্গল চাকমা ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, পার্বত্য চট্টগ্রাম, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন