parbattanews

পানছড়িতে ইউপি নির্বাচনে সদস্য পদে লড়বে পিতা-পুত্র

পিতা-পুত্র নির্বাচনী মাঠে এ খবরে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির বিভিন্ন চায়ের আসর এখন দারুণ সরগরম। চায়ের চুমুকে রসালো আলাপে নির্বাচনী আড্ডা জমে তুলেছে আবাল-বৃদ্ধ-বনিতারা। জানা যায়, মোল্লাপাড়ার দু’বারের নির্বাচিত ইউপি সদস্য রিপন মিয়া ও তার পুত্র মো. আবুল কাশেম হলেন এবারের ১নং ওয়ার্ডবাসীর আনন্দের খোরাক।

আগামী ৭’ফেব্রুয়ারি পানছড়ি উপজেলায় সপ্তম ধাপের নির্বাচনে নতুন চমক পিতা-পুত্রের লড়াই। বাপ-বেটা দু’জনেই যেমনি প্রস্তুত তেমনি ওয়ার্ডবাসীও সেই মহেন্দক্ষণের অপেক্ষায়। ইতিমধ্যে চুড়ান্ত বাছাইপর্ব পার হয়ে দু’জনের নজর এখন প্রতীকের দিকে। পিতার পছন্দের প্রতীক ফুটবল হলেও পুত্রের পছন্দ টিউবওয়েল।

প্রতীক বরাদ্দের পরেই ফুটবল আর টিউবওয়েলের পোষ্টার-ব্যানার টাঙিয়ে ওয়ার্ডকে দৃষ্টিনন্দনভাবে সাজানোর ব্যাপারে দৃঢ় আশাবাদী তারা। দু’জনেই নির্বাচনী মাঠে থাকছেন বলে এই প্রতিবেদকের সাথে আলাপকালে তারা নিশ্চিত করেন।

Exit mobile version