পানছড়িতে ইপসা (শো) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
জেলার পানছড়িতে ইপসা শো প্রকল্পের আয়োজনে স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিল্ড্রেন এর উপজেলা পর্যায়ে রিভিউ এন্ড প্ল্যানিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইপসা শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ সনজিব ত্রিপুরা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা। শো প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টটেশন অফিসার মিহির কান্তি ত্রিপুরা ইপসার বিভিন্ন কার্যক্রমের উপর একটি প্রতিবেদন প্রক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমা, লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপাইন্ন্যা চাকমা, পানছড়ি প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনগুলোতে পানছড়িতে ইপসার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।