parbattanews

পানছড়িতে ইমাম-মোয়াজ্জিনের প্রশিক্ষণ কর্মশালা

নিজেস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ইমাম মোয়াজ্জিনগণের জন্য ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন। পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

কর্মশালার ট্রেনার সদর পানছড়ি ইউপির উদ্দ্যেক্তা শামীম সিহাব জানান, ৩১ জন ইমাম ও ৩১ জন মোয়াজ্জেম এতে অংশ নেয়। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পানছড়ি উপজেলার সহকারী প্রোগ্রামার বাবলী খীসা ও পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলী চাকমা।

Exit mobile version