পানছড়িতে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

fec-image

করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (১৪ মার্চ) সকাল দশটা থেকে দিনব্যাপী হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) সহায়তায় এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা প্রশাসন। স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. সুমেন চাকমা, ডা. নিবুলা চাকমা ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর সুহৃদ চাকমা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে করোনা মহামারীর উপর বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্যাদি উপস্থাপন করা হয়। এ সময় হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই বলে জানান। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ কর হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, নিয়ন্ত্রণ, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন