পানছড়িতে কৃষকের লাঠি পেটায় মরল অজগর
পানছড়ি প্রতিনিধি:
জেলার পানছড়িতে কৃষকের লাঠি পেটায় মরেছে বিপন্ন হতে চলা প্রাণী অজগর। শুক্রবার সকাল দশ’টার দিকে পানছড়ি চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চৌধুরী পাড়া এলাকায় আইয়ুব নগর গ্রামের মফিজ মিয়ার ধান্য জমিতে ধান কাটতে গেলে এই অজগরটির দেখা মিলে। কিন্তু কোন কিছু বুঝে উঠার আগেই চুয়ান্ন ইঞ্চি লম্বা ও আড়াই কেজি ওজনের বাচ্চা অজগরটিকে কৃষক আমিনুর রহমান লাঠি পেটা করে মেরে ফেলে।
এ খবরে অজগরটিকে এক নজর দেখার জন্য কিছুক্ষনের মধ্যেই শত শত দর্শনার্থীর ভীড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এদেশে দু’প্রজাতির অজগর রয়েছে। যার একটি গোলবাহার অন্যটি ময়াল। তবে এটি ময়াল প্রজাতির তিন-চার মাস বয়সী অজগরের বাচ্চা বলে তিনি নিশ্চিত করেছেন।
তিনি এ প্রতিবেদককে জানান, আবাসন সংকটে এসব প্রজাতির সাপ আজ বিলুপ্তির পথে। এখন খুব কমই এসব সাপের দেখা মিলে। বিশেষ করে অনিয়মতান্ত্রিক জুম চাষের ফলে আগুনের তাপদাহে এদের বংশ বিপন্ন হচ্ছে। আমাদের সবাইকে সচেতন হয়ে এদের রক্ষা করা দরকার বলে তিনি মত প্রকাশ করেন।