parbattanews

পানছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

S.dol.1
শাহজাহান কবির সাজু, পানছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পানছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকাল ৪টায় এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে পানছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল কায়েস শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক র্আদুল লতিফ, সিনিয়র সভাপতি মো. সিরাজুল ইসলাম, পানছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফিরোজ আহম্মদ, সহ সভাপতি আজিজ চৌধুরী সুমন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ১ জানুয়ারির এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। কিন্তু আওয়ামী সরকার এই দিবসকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকান্ড চালায়িছে। তারা নিজ গৃহে অবরুদ্ধ বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতাকর্মীদের অভিলম্বে নিঃশর্ত মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।

Exit mobile version