পানছড়িতে ছিনতাইয়ের ঘটনায় এনজিও কর্মী আহত: আটক ৩
পানছড়ি উপজেলায় দিন-দুপুরে ছিনতাইয়ের ঘটনায় এনজিও কর্মী গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ তিনজনকে আটক করেছে। বুধবার এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বে-সরকারি এনজিও আইডিএফ এর পানছড়ি অফিস সূত্রে জানাযায়, আইডিএফ’র উপজেলা ব্যবস্থাপক পূর্ণজয় ত্রিপুরা ছনটিলা থেকে সমিতির কিস্তি উত্তোলন করে ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ৩ ছিনতাইকারী পূর্ণজয় ত্রিপুরার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় এবং লাঠি দিয়ে এলাপাথাড়ি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয় এবং ছিনতাইকারীরা ৪৩ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
আহতকে প্রথমে পানছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, আহত, এনজিও
Facebook Comment