parbattanews

পানছড়িতে ছেলেকে কাঁধে চড়িয়ে বাবার মাইল পাড়ি

কোভিড-১৯ এর মহামারীর কারণে দেশব্যাপী চলছে কঠোর লক-ডাউন। যার কারণে যান পরিবহন সীমিত। কিন্ত লকডাউন যতই কঠোর হোক না কেন বাবারা তো আর বসে নেই। পাহাড়ি এলাকার বেশীরভাগ পরিবারের বাবারাই শ্রমজীবী। তাই সাত সকালেই বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। শত ব্যস্ততার মাঝেও সব সময় তাদের মন ঘরমুখী। সন্তানদের নিয়ে যত চিন্তা ভালো আছে কিনা, লেখাপড়া করছে কিনা ঠিকভাবে খাচ্ছে কিনা।

কঠোর লকডাউন চলাকালে পানছড়িতে এক সন্তান দুর্ঘটনায় আহত হয়। আশ-পাশে কোন পরিবহন খুঁজে পাচ্ছিল না ছেলেটির বাবা। অবশেষে নিজের কাঁধেই চড়িয়ে ছেলেকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে মাইল পথ পাড়ি দিয়ে।

চিকিৎসা শেষে আবারো কাঁধে চড়িয়ে আপনালয়ের পথে। এই বটবৃক্ষের নাম জানা না গেলেও ৫ জুলাই সোমবার পানছড়ির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে ছেলেকে কাঁধে চড়িয়ে বাবার মাইল পথ পাড়ি দেয়ার মানবেতর দৃশ্যটি।

প্রকৃতি আর্টের মামুন ও অটোরিক্সা চালক আল-আমিনের ফেইসবুকে এই ছবি প্রকাশের পর বাবাকে বটবৃক্ষ উপাধি দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Exit mobile version