পানছড়িতে জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন খেলাধুলা সম্পন্ন
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলার পানছড়িতে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসার খেলাধুলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
খেলায় ব্যাডমিন্টন এককে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, দ্বৈতে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ভলিবলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ক্রিকেটে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছাড়াও আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: রইছ উদ্দিন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহজাহান কবির সাজু।