পানছড়িতে তিন মাদকসেবীর এক বছরের কারাদণ্ড
পানছড়ির তিন মাদক সেবীকে এক বছর করে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ সাজা প্রদান করেন।
জানা যায়, খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হাকিমের নেতৃত্বে পানছড়ি নকুল মাস্টার টিলা থেকে মদ পান ও নিজ হেফাজতে রাখার অপরাধে মৃত-প্রিয়পদ বড়ুয়ার ছেলে প্রদীপ বড়ুয়া (৪০), গাজা সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে মৃত খোকন বড়ুয়ার ছেলে অজিত বড়ুয়া (৩৮) ও মোল্লাপাড়ার মৃত কালু মিয়ার ছেলে মো. রফিক (৪০) কে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে এ সাজা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, পানছড়িতে, মাদকসেবীর
Facebook Comment