পানছড়িতে তিন শতাধিক অসহায় ও দুস্থ পেল লোগাং জোনের ইফতার সামগ্রী

পানছড়ি উপজেলার তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লোগাং জোন (৩ বিজিবি)।
সোমবার (১৭’এপ্রিল) বিকেল ৩’টায় হাসান নগর ও সাড়ে চারটায় লোগাং শান্তিনগরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ওয়াসী উদ্দিন আহমেদ সরেজমিনে উপস্থিত থেকে সকলের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় পাহাড়ের প্রচন্ড গরম উপেক্ষা করে ইফতার নিতে আসা পরিবারগুলো ইফতার হাতে নিয়ে ৩’বিজিবির জন্য দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান।
সোমবার ( ৩ এপ্রিল) দুপুর বার’টায় মোল্লাপাড়া মোল্লাপাড়া দারুল উলুম হেফজ ও এতিমখানার শিশুদের জন্য ইফতার সামগ্রী প্রদান করেছিল লোগাং জোন।
তাছাড়া পানছড়ির বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে লোগাং জোন। যাত্রী চাউনি নির্মান, বিনামূল্য চিকিৎসা ও ঔষধ প্রদান, খেলাধুলার সামগ্রী প্রদান, সেলাই মেশিন প্রদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ঢেউটিন ও খাবার পানি সরবরাহসহ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য ।
নিউজটি ভিডিওতে দেখুন: