parbattanews

পানছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার পানছড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় মেলার সূচনা পর্ব।

পানছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উদ্ভাবনী জয়োল্লাশে স্মার্ট বাংলাদেশ”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামার বাবলী খীসা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামরুজ্জামান প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার স্টলগুলোর দৃষ্টিনন্দন সাজ। স্টগুলোতে দেখা যায় দর্শণার্থীর উপচে পড়া ভীড়। মেলায় সাজানো প্যাভিলিয়ন ঘুরে ঘুরে অজানাকে জানার চেষ্টা করছে দর্শণার্থীরা।

৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শামিম সিহাব জানান, আমাদের যে ডিজিটাল কার্যক্রম রয়েছে তা উপস্থাপন করে দর্শণার্থীদের দেখাচ্ছি।

উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল জানান, উদ্ভাবনী মেলা উপভোগে কিছু শিক্ষার্থী নিয়ে এসেছি। অনেক ভালো লেগেছে বিশেষ করে মেলার স্টলগুলো ঘুরে দারুণ উপভোগ করেছি।

Exit mobile version