পানছড়িতে দিনে-দুপুরে ছিনতাই : এনজিও কর্মী আহত

fec-image

পানছড়িতে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার প্রত্যন্ত শনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বে-সরকারি এনজিও সংস্থা আইডিএফ’র পানছড়ি উপজেলা শাখা ব্যবস্থাপক কর্ণজয় ত্রিপুরাকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা প্রথমে চোখে মরিচের গুড়ি মেরে আহত করে। পরবর্তীতে লাঠি দিয়ে আঘাত করে তার কাছে সমিতির উত্তোলনের ৪৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

আহতাবস্থায় কর্ণজয় ত্রিপুরাকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে আইডিএফ’র এরিয়া ম্যানেজার মো: মাহাবুবুল কবির ৪জনকে আসামি করে সন্ধায় পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, ঘটনার বিস্তারিত পুলিশকে জানানোর সাথে সাথে পানছড়ি থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, এ ব্যাপারে পানছড়ি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, এনজিও, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন