parbattanews

পানছড়িতে নৈসর্গিক সৌন্দর্যের নয়টি সেতুর উদ্বোধন

কুড়াদিয়াছড়া দিয়ে শুরু হওয়া পানছড়ি উপজেলার শেষ সীমান্ত দুদুকছড়া। এক সময় লক্কর-ঝক্কর বেইলি ব্রিজের পাটাতনের উপর দিয়েই ছিল বিভিন্ন পরিবহন ও সর্বস্তরের মানুষের চলাচল। কিন্তু সেই দৃশ্যপট এখন আর নেই।

বর্তমানে উপজেলার বুক চিরে দাড়িয়ে আছে নয়টি দৃষ্টিনন্দন সেতু। ফলে তৈরী হয়েছে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। পানছড়ি থেকে কৃষিজ, ফলদ ও বনজ পণ্যবাহী যানবাহন দেশের সর্বত্র যাচ্ছে দিনে-রাতে। বদলে যাচ্ছে উপজেলার অর্থনৈতিক চিত্র।

সোমবার (৭ নভেম্বর) সকাল দশটায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।

এ উপলক্ষে পানছড়ি উপজেলার প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা হয় ব্যাপক আয়োজন। বাহারী পতাকায় সাজানো হয়েছিল সেতু সংলগ্ন এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ তিন পার্বত্যজেলার সর্ববৃহৎ লোগাং সেতু এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে প্রজেক্টেরের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি উপস্থাপন করেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

Exit mobile version