পানছড়িতে পূজা মন্ডপে দুই হাজার মাস্ক বিতরণ
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ২২’অক্টোবর বৃহস্পতিবার উপজেলার দশটি পূজা মন্ডপ ঘুরেছেন পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন। তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
পাশাপাশি আইন-শৃঙ্খলা বজার রাখার ব্যাপারে পরিচালনা কমিটির সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি দশটি পূজা মন্ডপের পরিচালনা কমিটির হাতে নিজের অর্থায়নে দুই হাজার মাস্ক তুলে দেন।
এ ব্যাপারে ওসি দুলাল হোসেন জানান, কারো কাছে মাস্ক না থাকলে হয়তো আইন-শৃঙ্খলা বাহিনী তাকে মন্ডপে ঢুকতে দিবে না। পূজা উপভোগে কেউ যাতে বঞ্চিত না হয় তাদের জন্যই আমার এই ক্ষুদ্র উপহার।
করোনা মহামারীর সময়ে ওসি ও থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে মহানুভবতার পরিচয় দিয়ে হত দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে।