পানছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

fec-image

“ মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যর ব্যানারে পানছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল দশটায় উপজেলার চৌধুরী পাড়ায় অবস্থিত সিভিল ডিফেন্স অফিস মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম। অনুষ্ঠানের শুরুতে তিনি পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পানছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান লিডার (ইনচার্জ) মো. মঈন উদ্দিন এ সময় বক্তব্য রাখেন। তিনি বলেন ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী এই আয়োজন চলবে।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন লিডার মো. আরমান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা শেষে পানছড়ির প্রধান প্রধান সড়কে এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সাইরেনের ধ্বনিতে পুরো পানছড়ি হয়ে উঠে মুখরিত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, ডিফেন্স, পানছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন